যুক্তরাজ্য প্রতিনিধি

৩১ মে, ২০১৭ ১৩:৩০

মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কর্মকাণ্ড রুখতে লন্ডনে প্রতিবাদ সভা

শিক্ষা সংস্কৃতিকে সাম্প্রদায়িকীকরণ, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কর্মকাণ্ড রুখে দাঁড়াও বাংলাদেশ, এই শিরোনামে ৩০ মে লন্ডনের আলতাব আলী পার্কে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মসউদ আহামদের সভাপতিত্বে, ও সত্যব্রত দাস স্বপন এর পরিচালনায়, বক্তব্য রাখেন মুজিবুল হক মনি, মুক্তিযোদ্ধা শাহ এনাম, অসীম চক্রবর্তী, সুশান্ত দাশ গুপ্ত, বিজন ভট্টাচার্য, জেসমিন চৌধুরী,আব্দুল ওয়াহেদ মোসাহেদ

পুষ্পিতা গুপ্তা, রুবি হক, সুশান্ত দাশ সহ উপস্থিত অন্যান্যরা। সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ করে অসাম্প্রদায়িক একটি দেশ প্রতিষ্ঠার জন্যই লাখো মানুষ শহীদ হয়েছেন। স্বাধীন দেশে পরাজিত শক্তি যখন তাদের ইচ্ছা চাপিয়ে দিচ্ছে,এবং মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠনের মাধ্যমে তা বাস্তবায়ন করছে, তা জাতির জন্য আত্মঘাতি ছাড়া আর কিছু নয়।

প্রতিবাদ সভায় বাংলাদেশ থেকে ফোনে বক্তব্য রাখেন ছাত্র নেতা লিটন নন্দী।

আপনার মন্তব্য

আলোচিত