নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি , ২০১৫ ১১:৫৫

বিয়ানীবাজার নাট্যোৎসব উদ্বোধন করলেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু

এদেশ রাজাকার আলবদরদের নয়, এ দেশ কোন যুদ্ধপরাধীদের নয়- এদেশ আমাদের, ত্রিশ লাখ শহীদের। সংস্কৃতি কর্মীদের বুকের ভেতর আলো জ্বালানোর এখন সঠিক সময়। এ আলোয় রাজাকারদের কু-সংস্কৃতি নির্মুল হয়ে যাবে’।


বিয়ানীবাজার প্রতিনিধি  নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেছেন, ‘মুক্তিযুদ্ধের শক্তি বার বার দুঃসময়ের মুখামুখি হচ্ছে- এটা জাতির জন্য মোটেই কাঙ্খিত নয়। ভাবতে পারি না আমাদের সন্তানকে পেট্রাল বোমার আঘাতে মরতে হবে, আগুনে ঝলসে হাসপাতালের বার্ণ ইউনিটিতে কাতরাতে হবে। এসব দেখে ‘বাংলা মা’ প্রতিদিন কাদছে। এ কান্না আমাদের থামাতে হবে। সরকারকে এসবের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। রুখে দিতে হবে সন্ত্রাসী কর্মকান্ড। আমরা কোন মায়ের কান্না শুনতে চাই না। এদেশ রাজাকার আলবদরদের নয়, এ দেশ কোন যুদ্ধপরাধীদের নয়- এদেশ আমাদের, ত্রিশ লাখ শহীদের। সংস্কৃতি কর্মীদের বুকের ভেতর আলো জ্বালানোর এখন সঠিক সময়। এ আলোয় রাজাকারদের কু-সংস্কৃতি নির্মুল হয়ে যাবে’।

 রবিবার সন্ধ্যা ৭টায়  উপজেলা পরিষদ চত্বরে বিয়ানীবাজার সাংস্কৃতিক কমা- আয়োজিত ৩দিন ব্যাপী নাট্যেৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাংস্কৃতিক কমান্ডের সভাপতি আবদুল ওয়াদুদের সভাপতিত্বে এবং শাহিন আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সম্মিলীত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, নাট্যকার শাকুর মজিদ। উৎসব উদযাপন পরিষদের আহবায়ক এনাম উদ্দিনের স্বাগত বক্তব্যের পর অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, সরকারি কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম চৌধুরী, নাট্য নিদের্শক মাজহারুল ইসলাম পিন্টু ও আমিনুল ইসলাম বাবু, দেলোয়ার হোসেন, সামাদ আহমেদ, আজিজুল পারভেজ, মাকসুদুল ইসলাম আউয়াল। অনুষ্ঠানে উৎসব স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন এবং নিদের্শক মাজহারুল ইসলামের হাতে অতিথিরা বিসাক নাট্যজন পদক-১৫ তুলে দেন।



আপনার মন্তব্য

আলোচিত