নিউজ ডেস্ক

০৩ ফেব্রুয়ারি , ২০১৫ ১৪:২৩

জাতির কলঙ্কমোচনের চেষ্টা করছি- ব্লগ দিবসের আলোচনায় বক্তারা

বাংলা ব্লগ দিবস ২০১৫ এর দুইদিনব্যাপি কর্মসূচির শেষ দিন ছিল সোমবার

জাতির কলংকমোচনের চেষ্টায় আছেন ব্লগার অ্যান্ড অনলাইন এক্টিভিস্টরা- বক্তব্যে এমনটাই জানালেন বক্তারা। সোমবার শাহবাগে ব্লগার অ্যান্ড অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক (বোয়ান) আয়োজিত দুইদিনব্যাপি কর্মসূচির শেষ দিনের আলোচনা সভায় বক্তাদের বক্তব্যে ফুটে ওঠেছে চলমান যুদ্ধাপরাধিদের বিচার প্রক্রিয়া, বাংলা ব্লগ জগতের অবস্থা এবং জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিসহ রাজনৈতিক কর্মসূচির নামে চলমান সহিংসতা বন্ধের প্রতিবাদী অবস্থান।

ব্লগার ও অনলাইন এক্টিভিস্টরা বলেছেন, আমরা জাতির কলঙ্ক মোচনের চেষ্টা করে যাচ্ছি। ২০০৮ সালে বাংলাদেশে প্রথম ব্লগ দিবস পালন করা হয়। একটি সময় ব্লগারদের কেউ চিনতেন না, এমনকি জানতেন না ব্লগ বা ব্লগার বলতে কি বুঝায়!

ব্লগ দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ১৯৭১ সালের পরাজিত শক্তির ভিত কাপিয়ে দিতে অন লাইন জগতে আমরা প্রতিনয়ত তথ্য উপাত্ত প্রমাণ সহকারে যুদ্ধ করে যাচ্ছি। জামায়াত শিবিরসহ দেশ বিরোধী শক্তির অপ প্রচারের বিরুদ্ধে সক্রিয়ভাবে নিজেদের চিন্তা চেতনার প্রতিফলনের ছাপ রেখে চলছি।

তারা বলেন, সময়ের পরিবর্তনে ২০১৩ সালে শাহবাগে গড়ে উঠা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগ আন্দোলনের পর সব কিছু পালটে যায়। আমরা জাতির জন্যে অনেক কিছু করে যাচ্ছি, জাতির কলঙ্ক মোচনের চেষ্টা করছি।

ব্লগাররা বলেন, জাতিরক্রান্তি কালে পূর্বাপর সময়ে ব্লগাররা যেভাবে এগিয়ে এসেছে ভবিষ্যতেও ঠিক একইভাবে কাজ করে যাবে। কবিতা, গল্প, প্রবন্ধ, স্মৃতিকথা ইত্যাদি লেখনির মাধ্যমে সাহিত্য চর্চার সাথে সাথে বিজ্ঞানভিত্তিক চিন্তা চেতনার স্বাক্ষর রেখে চলছি।

বক্তারা আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচার যখন ত্বরান্বিত হচ্ছিল না, যখন কসাই কাদেরের মিত্ররা যখন বুক ফুলিয়ে বিজয় চিহ্ন দেখাচ্ছিল তখন তরুণ প্রজন্মের এই ব্লগাররা প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে। নেমে আসে রাস্তায়। বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি স্থানে বাঙালি জাতি রাস্তায় নেমে আসে। এর অবদান মূলত ব্লগারদেরই। তাদের আহ্বানে রাস্তায় নেমে আসেন বাংলার জনগণ।

বক্তারা বলেন, যে কোন মুল্যে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে হবে। দেশে চলমান সহিংসতা বন্ধে কার্যকরী পদক্ষেপ অনতিবিলম্বে গ্রহণ করুন।

জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। বোয়ানের সভাপতি অনিমেষ রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা প্রকোশলী লেঃ কঃ এস আই এম নুরুন্নবী খান বীর বীক্রম, ব্লগার মাহমুদুল হক মুন্সি, ড মুকুল , কানিজ আকলিমা সুলতানা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ব্লগ জগতের প্রবীণ ব্লগার দাদু ভাই।

 

 

আপনার মন্তব্য

আলোচিত