০৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:৫৫
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বছরব্যাপী জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নতুন গান নিয়ে জাতীয়ভাবে অনুষ্ঠান আয়োজন করা হবে। এ লক্ষ্যে সিলেট জেলার আগ্রহী শিল্পীদের কাছ থেকে বঙ্গবন্ধুকে নিয়ে সংগৃহীত বাণীসহ রেকর্ডকৃত নতুন গান ও শিল্পীর তথ্যাদি আহবান করা হয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়াও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে সামনে রেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’ শিরোনামে একটি এলবাম মুদ্রণ করতে যাচ্ছে।
এ লক্ষ্যে সিলেট জেলায় বঙ্গবন্ধুর ভ্রমণ-কর্মকাণ্ড সংশ্লিষ্ট বা অন্যান্য বিশেষ কোনো ছবি থাকলে তা এ্যালবামে প্রকাশের জন্য জমা দিতে পারবেন।
বঙ্গবন্ধুর বিশেষ কোনো ছবি আগামী ১০ সেপ্টেম্বর বিকাল ৩টা এবং সংগৃহীত বাণীসহ রেকর্ডকৃত নতুন গান ও শিল্পীর তথ্যাদি সিডি আকারে আগামী ২৯ সেপ্টেম্বর ২০১৯ বিকাল ৩টার মধ্যে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি অফিসে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।
আপনার মন্তব্য