শাবি প্রতিনিধি

২৫ ডিসেম্বর, ২০১৫ ২২:২৫

সিলেট ‘ডিবেট ফেডারেশন’ এর নতুন কমিটি গঠিত

সিলেট বিভাগীয় বিতর্ক সংগঠন সিলেট ‘ডিবেট ফেডারেশন’ এর ২য় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর হাউজিং স্টেটের একটি মিলনায়তনে এক সাধারণ সভার মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ.মাজহারুল বিল্লাহ লোচনকে সভাপতি এবং সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী  মিছবাহ উদ্দিন তুহিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি এ কে এম আসিকুজ্জামান শাওন, রেদোয়ান আহমেদ, অভিজিৎ পাল, এ.এম. ফারহান সাদিক, সহ-সাধারণ সম্পাদক রাকিবুল হাসান ইমন, ইফাত আরা বৃষ্টি, যুগ্ম-সম্পাদক মফিজুর রাহমান মফি, আতিকুজ্জামান, আবু হামজা ইব্রাহিম, সাইফ ইশতিয়াক , রানা মজুমদার বাপ্পি, সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম পাপ্পু, সহ-সাংগঠনিক সম্পাদক কানন দাস জিঙ্কু, তানভির রেজা খান, কোষাধ্যক্ষ জিনাথ আরা চৌধুরী, সহ-কোষাধ্যক্ষ মৌ, সন্দ্বীপ কাপালি, দপ্তর সম্পাদক শাহনাজ পারভিন তান্নি, বিতর্ক পরিচালক তাসনিম আবেদিন রাজু, প্রকাশনা সম্পাদক গোলাম কিবরিয়া, সহ-প্রকাশনা সম্পাদক আহমেদ আরাফ, আব্দুল্লাহ আল মাহমুদ, প্রচার সম্পাদক আনিস মিয়া, সহ-প্রচার সম্পাদক মকবুল চৌধুরী অমিত, রাসেল খান, আইটি সম্পাদক মোঃ. নিয়াজ শাহরিয়ার শিশির। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন, মারজান হোসাইন, আবদুল মমিন।

বোর্ড অব প্রেসিডিয়াম হিসেবে রয়েছেন,  এ এস শাকুর, এনায়েতুর রাহমান মাহির, রাকিবুল হাসান সাজন, রিয়াদ মাহমুদ, সাবাহ মাহজাবিন সারওয়ার পুষ্পা, হাসনাত আবুল কালাম সোহান, মিজানুর রাহমান, ডা.শাহ নেয়াজ আহমেদ ।

সিলেট ডিবেট ফেডারেশনের সদ্য বিদায়ী চেয়ারম্যান শেখ শিব্বির হোসাইনের সভাপতিত্বতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিএফ’র প্রধান উপদেষ্টা শাবির সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ.ফারুক উদ্দিন, বাংলাদেশ ডিবেট ফেডারেশন সিলেট বিভাগের সমন্বয়ক তাপস বন্ধু দাস, এসডিএফ’র মডারেটর এড.শাকি শাহ ফারিদী, এসডিএফ’র সিলেট বিভাগের সদস্য সচিব ধ্রুব রঞ্জন রায় এবং শাহজালাল বিশ^বিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জাবেদ ইকবাল প্রমুখ।


উল্লেখ্য, ‘সৃষ্টি সুখের উল্লাসে ভাঙুক, অন্ধকারের অচলায়তন’ এই শ্লোগান কে সামনে রেখে সিলেট বিভাগের বিতর্ক চর্চাকে আরও সামনের দিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে ২০১৩ সালের ১৭ অগাস্ট যাত্রা শুরু করে সিলেট ডিবেট ফেডারেশন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত বিতর্ক সম্পর্কিত বিভিন্ন কর্মশালা , সেমিনার , বিতর্ক উৎসবসহ বিভিন্ন কর্মসূচী পালন করে যাচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত