সিলেটটুডে ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০১৫ ২২:১৫

শীতে উষ্ণতা পেল ‘পাঠশালা একুশ’ এর ১০০ শিক্ষার্থী

"শিকড়" এর অর্থায়নে “পাঠশালা একুশ” এর ১০০ জন শিক্ষার্থীর মধ্যে শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩ টায় শীতবস্ত্র বিতরণ করা হয়। “শিকড়” পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১ ঘণ্টা ধরে চলে এই বিতরণ কর্মসূচী।

‘পাঠশালা একুশ’ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক স্বপ্নবাজ তরুণ তরুণীদের দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন যা সুবিধা বঞ্চিত শিশুদের মৌলিক অধিকার নিশ্চিতকরণে কাজ করে।

নিয়মিত পাঠদানের পাশাপাশি তারা এইসব শিশু দের শিক্ষা উপকরণ বিতরণ,স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ে সচেতন করতে চেষ্টা করে।

এই শীতে আড়ষ্ট শিশুদের ঠাণ্ডার প্রকোপ থেকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সিলেটের আর এক সামাজিক সংগঠন “শিকড়”। তারা প্রতি বছর শীতার্তের মাঝে শীত বস্ত্র বিতরণ করে আসছে।

শীতের নতুন পোশাক পেয়ে প্রত্যেক শিশুর চোখে মুখে দেখা যায় আনন্দের ঝিলিক। এক পর্যায়ে শিশুদের সামনে শুভেচ্ছা বক্তব্য পেশ ও শিশুদের অনুভূতি শুনেন “শিকড়” এর সদস্যরা। পরে উভয় সংগঠনের সদস্যদের মধ্যে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এসময় তারা ভবিষ্যতেও একসাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ইতি টানেন এই মহতী উদ্যোগের ।

আপনার মন্তব্য

আলোচিত