সিলেটটুডে ডেস্ক

১৮ ফেব্রুয়ারি , ২০১৬ ০৪:০৮

ঢাবির কবি জসীমউদ্দীন হলে আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক তার ছিড়ে আগুনের সূত্রপাত।

হলের উত্তর পাশের ব্লকের ৫১৭নং কক্ষে বুধবার রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।

তবে শিক্ষার্থীরা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে শিক্ষার্থীদের বইপত্র ও কাপড় পুড়ে গেলেও কেউ দগ্ধ হননি।

ওই কক্ষে থাকা বাংলা বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন জানান, ‘এতে আমাদের ল্যাপটপসহ মূল্যবান বইপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।’

শিক্ষার্থীদের অভিযোগ, হল প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও পুরাতন তার ও সুইচ চেঞ্জ করা হয়নি। তাই আজকে আগুন লাগার মতো ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জানতে চাইলে হলের প্রভোস্ট অধ্যাপক ড. রহমত উল্লাহ বলেন, ‘আমাদের একটি রুমে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ছাত্ররা নিজেরাই নিভিয়ে ফেলেছে। পরে আমাদের হাউজ টিউটররা সেখানে যায়। আসলে হলের ছাত্ররা আমাদের আগে জানায়নি।’

আপনার মন্তব্য

আলোচিত