সিলেটটুডে ডেস্ক

২৫ ফেব্রুয়ারি , ২০১৬ ২২:৩৩

এমসি কলেজে মোহনার বসন্ত উৎসব

ঋতুরাজ বসন্তকে উদযাপন করল ঐতিহ্যবাহী এম.সি. শিক্ষার্থীরা। মোহনা সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে মোহনা বসন্ত উৎসব ১৪২২ হয়ে ওঠে হাজারও মানুষের মিলন মেলা।

বৃহস্পতিবার দুপুর ১১টায় কলেজ অডিটোরিয়ামের সামনে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ।

প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, বসন্ত বাঙালি সংস্কৃতির অপরিহার্য অংশ। মোহনার সংস্কৃতি চর্চার মাধ্যমে এই উৎসবকে আরো প্রাণবন্ত করে তুলেছে। মোহনার সভাপতি ওলিউর রহমান সামি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামসুদ্দিন সামস্ এর সঞ্চালনায় উৎসবে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. শাহেদা আখতার, পর্দার্থ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও  মোহনার উপদেষ্টা আবুল আনাম মো. রিয়াজ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও মোহনার উপদেষ্টা সুনীল ইন্দু অধিকারী, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও মোহনার উপদেষ্টা মো: গিয়াস উদ্দিন, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ও মোহনার উপদেষ্টা হাবিবা আক্তার।

উপস্থিত ছিলেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. বিলাল উদ্দিন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শেখ নজরুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস এবং এম.সি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। সিলেটের নাট্যাঙ্গনের গুনীজনের উপস্থিতি উৎসবকে আরো রাঙিয়ে তুলে।

নাট্যজনদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাস গুপ্ত, সম্মিলিতি নাট্য পরিষদ সিলেটের সহ সভাপতি খোয়াজ রহিম সবুজ, সাধারণ সম্পাদক রজত কান্তি দাস গুপ্ত, নাট্যজন কামরুজ্জামান, সোহাগ জাদু, আল আমিন।

এছাড়াও মোহনার সাবেক সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান পাটোয়ারী সুজন, আব্দুল্লাহ আল মামুন, খালেদ মাসুদ, দোলন আহমদ, আজিবন সদস্য নাসির উদ্দিন, সিনিয়র সদস্য আশীষ চন্দ্র তালুকদার, সংকর দেবনাথ, তমালিকা তালুকদার,  মোহনার সাবেক সিনিয়র সদস্য নন্দ দুলাল বাপ্পি, সাবেক সহ সভাপতি লুৎফুন্নাহার মাসুমা, সহ সভাপতি আব্দুল আলীম জুয়েল, অর্থ সম্পাদক মো. আজাদ মিয়া, সাহিত্য সম্পাদক কনকলতা দেবনাথ, সহ সাহিত্য সম্পাদক ঝর্ণা আক্তার, সদস্য চৌধুরী মোহাম্মদ ইমরান, মো. রুকনুজ্জামান, মাধূরী নাগ, বাবুল, রাজ, শ্রাবণ, তানভীর পাবেল। মঞ্চসজ্জায় শরিফুল ইসলাম চৌধুরী, ফটোগ্রাফী এবং ভিডিওগ্রাফীতে সহ সাংগঠনিক সম্পাদক আহনাফ আহমদ আবির ও মোহনার শুভাকাঙ্খি বিপ্লব কান্তি দাস। উক্ত উৎসবে মোহনার সদস্য চৌধুরী মো. ইমরানের বৈজ্ঞানিক কল্পকাহিনী ভিত্তিক উপন্যাস “ড্রেন ব্লু”এর মোড়ক উন্মুচিত হয়।

মোহনার একঝাঁক তরুণ তরুণীর পরিবেশিত হয় নাটক, নৃত্য, আবৃত্তি, গান, কমেডি বিজ্ঞাপন, ফ্যাশন শো ও অন্যান্য পরিবেশনা। অংশগ্রহণ করে লিংকন, শুভাশীষ, মুুন্না রানী দে, উজ্জল, তমালিকা, শামস্, মনিকা, নাসিমা, পারবিন, মামুন, মিলাদ, তামান্না, মায়া, হামজা, দিনার, তপু, সুজন, রিংকী, আমীন, তুষার, দেলওয়ার, মৌসুমি, আকাশ, সুহান, বৃষ্টি রাজ, টিপু, আলমগীর, স্বর্ণালী, আকরাম, অপু, জয়শ্রী, দেবশ্রী, বিথী, হাবিব প্রমূখ।

আপনার মন্তব্য

আলোচিত