শাবি প্রতিনিধি

৩১ জুলাই, ২০১৬ ১৫:০০

শাবিতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বিশ^বিদ্যালয়ের প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। বৃক্ষরোপণ কর্মসূচি পুরো আগস্ট মাস জুড়ে চলবে। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হবে।
 
রোববার সকাল ১০টায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার,সহকারী প্রক্টর সামিউল ইসলাম ও জাহিদ হাসান, রেজিস্ট্রার ইশফাকুল হোসেন প্রমুখ।

উদ্বোধনের সময় উপাচার্য প্রশাসনিক ভবন-২ এর সামনে ‘নিম’ নামের একটি বৃক্ষরোপণ করেন।
 
উদ্বোধনের সময় উপাচার্য বলেন, প্রচুর গাছপালা থাকার ফলে ক্যাম্পাসে নয়নাভিরাম দৃশ্য বিরাজ করে। এবার নতুন করে গাছের চারা লাগানোর ফলে এর সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। তবে গাছপালা সংরক্ষণ ক্যাম্পাসের সবাইকে যতœবান হওয়ার জন্য তিনি অনুরোধ করেন।

উল্লেখ্য, এবার ফলজ,বনজ,ঔষধিসহ প্রায় সাড়ে ৩ হাজার গাছ রোপণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত