শাবি প্রতিনিধি

০৮ আগস্ট, ২০১৬ ১৯:৫০

শাবিতে জঙ্গিবাদ নিয়ে সচেতনামূলক সভা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদ বিরোধী সচেতনতামূলক শিক্ষক-শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ আগস্ট) দুপুর ২টায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সালমা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অধ্যাপক আখতারুল ইসলাম, সহযোগী অধ্যাপক সালাতুল ইসলাম মজুমদার, মহিবুল আলম, সহকারী অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ফয়সাল পিয়াস, আশেকা আরেফা, ওয়াহিদ আল নুর, মাহবুবুর রহমান, ফাহাদ আসগর প্রমুখ। সভায় সঞ্চালনা করেন লোসানুর রহমান।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, আজকের দিনে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ ইসলামের সাথে লেবাস হয়ে গেছে। বর্তমানে আলোকময় সমাজে নতুন করে ইসলাম প্রতিষ্ঠা করার নামে যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তা কখনোই মেনে নেওয়া যায় না।

আপনার মন্তব্য

আলোচিত