রাবি প্রতিনিধি

০১ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:৫৭

নানা আয়োজনে রুয়েটের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উৎসাহ উদ্দীপনা, বর্ণাঢ্য আয়োজন এবং আনন্দ ও উচ্ছাসের মধ্যে দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সকাল ৯টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং ফেস্টুন ও পায়রা উড়ানোর মধ্যে দিয়ে রুয়েটের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহা. রফিকুল আলম বেগ। এরপর মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী এই প্রতিষ্ঠানের ছাত্রদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

এরপর বেলা ১০টায় রুয়েট ক্যাম্পাস থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। উপাচার্য প্রফেসর ড. মোহা. রফিকুল আলম বেগের নেতৃত্বে এই শোভাযাত্রাটি রুয়েট ক্যাম্পাস প্রদক্ষিণ করে। সাড়ে ১০টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপাচার্য প্রফেসর ড. মোহা. রফিকুল আলম বেগ।

আলোচনা সভা শেষে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে রুয়েটের অগ্রযাত্রা ও উন্নতি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

১৯৬৪ সালের ডিসেম্বরে ১২২ জন শিক্ষার্থী নিয়ে রাজশাহী প্রকৌশল মহাবিদ্যালয় নামে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল। পরে ২০০৩ সালের ১ সেপ্টেম্বর মহাবিদ্যালয়টিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে তিন অনুষদের অধীনে ১৪টি বিভাগে তিন হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন।

আপনার মন্তব্য

আলোচিত