শাবি প্রতিনিধি

০৩ সেপ্টেম্বর, ২০১৬ ০১:৩৩

হল বন্ধের নির্দেশ দিয়ে বিদেশভ্রমণে শাবি উপাচার্য

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অন্তর্কোন্দলে হাতাহাতির পর আবাসিক হল বন্ধ করে আবারো বিদেশ ভ্রমণে গেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া।

গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে সকল আবাসিক হলের ছাত্রদেরকে এবং শুক্রবার দুপুর ১২টার আগে মেয়েদেরকে হল ত্যাগের নির্দেশ দিয় কর্তৃপক্ষ।

নির্ভরযোগ্য সূত্রে জানায়, ব্যক্তিগত সফরে তিনি শুক্রবার থেকে মায়ানমারসহ বেশ কয়েকটি দেশ ভ্রমণ করবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপাচার্য মহোদয় কবে যাচ্ছেন তা আমার খেয়াল নেই। তবে তিনি ব্যক্তিগত ভ্রমনে মায়ানমার যাচ্ছেন বলে জানি। এসময়টাতে কোষাধ্যক্ষ মহোদয় ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস জানান তিনি আজ (শনিবার) থেকে দশ তারিখ পর্যন্ত ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে ২০১৪ সালের ২০ নভেম্বর ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হওয়ার দুইদিন পর উপাচার্য ভারত ভ্রমণে যান। তার সাথে তদন্ত কমিটির একজন সদস্যকেও নিয়ে যান। যার ফলে ঐ ঘটনার তদন্ত কাজ ব্যাহত হয় বলে অভিযোগ করেন অন্যান্য সদস্যরা।

আপনার মন্তব্য

আলোচিত