নিজস্ব প্রতিবেদক

০৭ অক্টোবর, ২০১৬ ১০:২১

মেডিকেল কলেজে ভর্তি ‘যুদ্ধে’ বসলেন ৯০ হাজার শিক্ষার্থী

ফাইল ছবি

সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হতে সারা দেশের  ৯০ হাজার ৪শ’ ২৬ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় বসেছেন। এ বছর সরকারি কলেজে আসন সংখ্যা আসন সংখ্যা তিন হাজার ২শ’১২টি।

শুক্রবার (৭ অক্টোবর) সারাদেশের ১৮টি মেডিকেল কলেজের ৩৭টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে একযোগে এ পরীক্ষা চলছে।

একই সাথে  বেসরকারি কলেজে ছয় হাজার ২শ’৫টি আসনের জন্যও পরীক্ষা চলছে।

সকালে সিলেট সরকারি মেডিকেল কলেজ ক্যাম্পাস কেন্দ্রে  গিয়ে দেখা বৃষ্টিস্নাত হয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা হলে প্রবেশ করছেন। অভিভাবকদের বসার জন্য টাঙানো হয়েছে সামিয়ানা।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ  জানান, পরীক্ষার কেন্দ্র তদারকির জন্য ১৪৩ সদস্যের সমন্বয়ে পৃথক তিন তদারকি টিম গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী, সচিব ও প্রতিমন্ত্রী ভর্তি পরীক্ষার হল পরিদর্শন করবেন। এছাড়াও মন্ত্রণালয়ের ১১ জন অতিরিক্ত সচিবের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের পরিদর্শন টিম গঠন করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত