রাবি প্রতিনিধি

২২ ডিসেম্বর, ২০১৬ ১৫:৫৯

রাবিতে সাইকেল চোর আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসমাইল হোসেন সিরাজী ভবন থেকে সাইকেল চুরির সময় হাতে নাতে এক যুবককে ধরে বেধড়ক পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। আটক আরিফুল ইসলাম (২২) বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার খলিলুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, ‘দুপুরে আরিফুল এক বিশেষ যন্ত্র দিয়ে তালা খুলে সাইকেল নিয়ে সিরাজী ভবন থেকে বের হচ্ছিলো। ভবনের কর্মরত গার্ড ওই যুবকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে ডাক দেন। ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে শিক্ষার্থীরা ধরে বেধড়ক মারধর করে। পরে তাকে পুলিশের সোপর্দ করা হয়।

এর আগে একই ভবন থেকে বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে আরেক সাইকেল চোরকে হাতে নাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এদিকে একের পর এক সাইকেল চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের কোনো স্থানে শিক্ষার্থীরা নিরাপদে সাইকেল রাখতে পারছেন না বলে অভিযোগ করেন তারা।

ক্ষোভ প্রকাশ করে রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মঈন জোহানবলেন, ‘আমার সাইকেল কেনার ১৭ দিনের মাথায় বিভাগের বারান্দা থেকে চুরি হয়ে যায়।’

মইনুল ইসলাম নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘১৮ হাজার টাকা দিয়ে সাইকেল কেনার কিছুদিন পরেই সাইকেলটি চুরি হয়ে যায়।’

শুধু সিরাজী ভবন নয়, বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল অ্যাকাডেমিক ভবন, আবাসিক হল এমনকি ক্যাম্পাসের বিভিন্ন চত্বর থেকেও নিয়মিত নানাভাবে সাইকেল চুরির ঘটনা ঘটছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব বলেন, ‘রাবি থেকে আজ এবং গতকাল (বুধবার) দুইজন চোরকে আটক করা হয়েছে।’

আপনার মন্তব্য

আলোচিত