সিলেটটুডে ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:৩৩

ভর্তি পরীক্ষায় জালিয়াতি : বিচার বিভাগীয় তদন্ত দাবি শাবি শিক্ষক সমিতির

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। একইসঙ্গে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে আইসিটি আইনে মামলা করার অনুরোধ জানানো হয়েছে।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শাবি শিক্ষক সমিতির জরুরী সভায় এ বিষয়ে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রামকৃষ্ণ সাহার সাথে উপাচার্য যে অশালীন আচরণ করছেন সেজন্য শিক্ষক সমিতি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে। এ ব্যাপারে অভিযোগকারী ও উপস্থিত ব্যক্তিবর্গের বক্তব্যসহ যথাযথভাবে মহামান্য চ্যান্সেলরকে (রাষ্ট্রপতি) অবহিত করার সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া সদ্য অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় জালিয়াতির মূল ঘটনা উদঘাটন করার জন্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনকে আইসিটি আইনে মামলা করার অনুরোধ জানানো হয়।

একইসাথে শাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগ ও চক্রের মূল হোতাদের খুঁজে বের করার লক্ষে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনে মহামান্য চ্যান্সেলরের (রাষ্ট্রপতি) নির্দেশনা কামনা করেন শিক্ষক সমিতির নেতারা।

আপনার মন্তব্য

আলোচিত