নিজস্ব প্রতিবেদক

২৬ ডিসেম্বর, ২০১৬ ১৩:৩৬

প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

১২ দফা দাবি

বিভিন্ন ফি নিয়ে সেবা প্রদান না করা এবং প্রশাসনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে আন্দোলনে নেমেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকাল ১১টা থেকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে তারা বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা ১২ দফা দাবি জানিয়েছেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান,তাদের কাছ থেকে কলেজ কর্তৃপক্ষ সংস্থাপন, পরিবহনসহ বিভিন্ন খাতে ফি নিলেও এসব সেবা প্রদান করা হয় না। কলেজের কোনো উন্নয়ন কাজ হয় না, ছাত্রবাসগুলোর অবস্থাও করুণ। নেই পর্যাপ্ত নিরাপত্তারক্ষী।

প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতিরও অভিযোগ করেন আন্দোলনকারীরা।

এছাড়া সঠিক সময়ে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় না বলেও জানান শিক্ষার্থীরা।

এসব অভিযোগ তুলে তা সমাধানে ১২ দফা দাবি জানিয়ে সকাল থেকে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। প্রশাসক ভবনের সামনে অবস্থান নিয়ে তারা ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন।

এতে কলেজের রেজিস্টার রেজিস্টার মো. সেলিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা ওই ভবনে অবরুদ্ধ হয়ে পড়েছেন।

শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগানে স্লোগানে নিজেদের অভিযোগ ও দাবি তুলে ধরছেন।

আপনার মন্তব্য

আলোচিত