রাবি প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি , ২০১৭ ২০:২১

ছাত্রলীগ নেতাকে ভাই না বলায় শিক্ষার্থীকে মারধর

ছাত্রলীগের অনুষ্ঠানে যেতে দেরি ও নামের সঙ্গে ভাই না বলায় এক শিক্ষার্থীকে মারধর করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের এক নেতা। বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. শামসুজ্জোহা হলের ৩১৬ নম্বর কক্ষে এ মারধরের ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী শিলু হোসেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের (২০১২-১৩ সেশন) শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের ড. শামসুজ্জোহা হলেও ৩১৬ নম্বর কক্ষে থাকেন।

অভিযুক্ত বরজাহান বিশ্ববিদ্যালয়ের ড. শামসুজ্জোহা হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও প্রাণিবিদ্যা বিভাগের (২০১১-১২ সেশন) মাস্টার্সের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফারুক হত্যা দিবস উপলক্ষে কর্মসূচিতে যাওয়ার জন্য ছাত্রলীগের নেতাকর্মীরা সবাইকে ডেকে যায়। এরপর শিলু না যাওয়ায় হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক বরজাহান রুমে ডাকতে চলে আসে। এসময় বরজাহানকে চেনে কি না ও নাম বলতে বললে শিলু তার নামের সঙ্গে ভাই সম্মোধন না করায় তাকে কিল-ঘুষি মারে।

এ বিষয়ে শিলু হোসেন বলেন, ‘আমি একটা বই পড়ছিলাম, আর একটু পড়লেই শেষ হবে। শেষ করেই আমি কর্মসূচিতে যাব। এর মধ্যে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক বরজাহান আসেন ডাকতে। আমি দুই-এক মিনিটের মধ্যেই বইটা শেষ করে আসছি বললে উনি তাকে চিনি কী না জানতে চান। আমি তার নাম বলি। কিন্তু তার নামের সঙ্গে ভাই না বলায় আমাকে মারধর শুরু করেন। মাথায় কিল-ঘুষি, পেটেও লাথি মারতে থাকেন তিনি।’

শিলু হোসেন অভিযোগ করেন, এরপর তিনি আমাকে হুমকি দিয়ে বলেন- ‘কক্ষ নম্বর দেখে রাখ, পরে ওকে দেখছি।’
 
এ বিষয়ে ড. শামসুজ্জোহা হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক বরজাহান বলেন, ‘আজকে আমাদের কর্মসূচি ছিল, কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আমাদের ছেলেরা গিয়ে ডেকে আসছে। আমিও পরে ডাকতে গেছি। শিলুকে ডাকতে গেলে ও আমার সঙ্গে বেয়াদবি করে। তাই আমি তাকে ধাক্কা দিয়েছি, মারিনি।’

এ ব্যাপারে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘আমি প্রত্যেক হলের নেতাকর্মীদের বলে এসেছি কাউকে জোর করে অনুষ্ঠানে আনা যাবে না। শিক্ষার্থীদের আসার জন্য বলবে, শিক্ষার্থীরা স্বেচ্ছায় আসলে ভালো, না আসলে সমস্যা নাই। তারপরও এরকম একটা ঘটনা ঘটে গেছে। আমি তাদের সঙ্গে আমাদের অনুষ্ঠান শেষে বসবো, বসে বিস্তারিত জানার পর ব্যবস্থা নেব।’

আপনার মন্তব্য

আলোচিত