সিলেটটুডে ডেস্ক

২০ মার্চ, ২০১৭ ১৭:৪৫

সিকৃবিতে প্রশিক্ষণ ও কর্মশালা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে 'এপ্লিকেশন অফ রিসার্চ প্রোগ্রাম ফর এডভান্সড স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস' এর উপর প্রশিক্ষণ এবং 'সেলফ এসেসমেন্ট অ্যান্ড কোয়ালিটি এসোরেন্স' এর উপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মার্চ) সকাল ৯ টায় কৃষি অনুষদের সেমিনার কক্ষে প্রশিক্ষণ এবং সকাল ১০ টায় সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুণ্ডের সঞ্চালনায় 'এপ্লিকেশন অফ রিসার্চ প্রোগ্রাম ফর এডভান্সড স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস' এর প্রধান প্রশিক্ষক হিসেবে USAID বাংলাদেশে কর্মরত বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ ড. থমাস সি. সেলি বলেন, কৃষিবিদদের তৃণমূল পর্যায়ে কাজ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মিঠু চৌধুরীর সভাপতিত্বে 'সেল্ফ এসেসমেন্ট অ্যান্ড কোয়ালিটি এসোরেন্স' এর সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ড. শাহি আলম। তিনি বলেন, ২০ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স হতে শিক্ষকরা চলমান গবেষণা বা ভবিষ্যৎ গবেষণা ডাটা থেকে উন্নতভাবে রিপোর্ট ও গবেষণাপত্র তৈরি করতে পারবে যাতে করে এমএস ও পিএইচডির ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিকৃবির বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত