সিলেটটুডে ডেস্ক

০৮ এপ্রিল, ২০১৭ ১৮:৫৭

এশিয়ান ইউনিভার্সিটিকে ৭৫ রানে হারালো মেট্রোপলিটন ইউনিভার্সিটি

ঢাকায় ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে এশিয়ান ইউনিভার্সিটিকে উড়িয়ে দিয়ে ৭৫ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে ঢাকার ঢাকার মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্রিকেট দল। সুজনের ৫২, অধিনায়ক মেহেদির ৪৮ ও মোহনের ৩৬ রানে ভর করে নির্ধারিত ৭ ওভারে দুই উইকেট হারিয়ে ১৪৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় তারা। জবাবে ৭৩ রানেই গুটিয়ে যায় এশিয়ান ইউনিভার্সিটি দল। মেট্রোপলিটনের এনাম ৩টি ও তামিম ২টি উইকেট দখল করেন।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্রিকেট দলের ম্যানেজার তারেক ইসলাম বলেন, ‘ছেলেরা সেরাটা খেলেই জয় পেয়েছে। এ জয় ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদী।’

সোমবার (১০ এপ্রিল) ও বুধবার (১২ এপ্রিল) সকাল ১০টায় প্রথম রাউন্ডের অপর ম্যাচ দুটি খেলবে মেট্রোপলিটন ইউনিভার্সিটি। সে ম্যাচ দুটির জন্য দলকে শুভকামনা জানিয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারি রেজিস্ট্রার ও এমইউ স্পোর্টস ক্লাবের উপদেষ্টা লোকমান আহমদ চৌধুরী।

উল্লেখ্য, মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন। সিলেট বিভাগের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে ঢাকায় ‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট-২০১৭’ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্রিকেট টিম।

আপনার মন্তব্য

আলোচিত