শাবিপ্রবি প্রতিনিধি

০৮ এপ্রিল, ২০১৭ ১৯:৩৩

শাবিতে জামালপুর এসোসিয়েশনের বর্ণাঢ্য পুনর্মিলনী

‘এসো মিলি শেকড়ের টানে’-এ স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (শাবি) জামালপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘জামালপুর এসোসিয়েশন, সাস্ট’ এর দুইদিন ব্যাপী বর্ণাঢ্য পুনর্মিলনী সম্পন্ন হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) দু’দিন ব্যাপী এ পুনর্মিলনীর দ্বিতীয় দিনে মাধবকুণ্ডে বনভোজন ও রাতে গ্র্যান্ড ডিনার আয়োজনের মধ্য দিয়ে এ পুনর্মিলনী সম্পন্ন হয়।

এর আগে অনুষ্ঠানের প্রথম দিন শুক্রবার (৭ এপ্রিল) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

এছাড়াও ওই দিনের আয়োজনের মধ্যে ছিল খেলাধুলা, সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ, সেমিনার, বারবিকিউ পার্টি ও ফানুস উড্ডয়নসহ বিভিন্ন ইভেন্ট।

এ পুনর্মিলনীতে দেড় শতাধিক বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি বেশ কয়েকজন শিক্ষক অংশগ্রহণ করেছেন বলে জানান সংগঠনের সভাপতি খালেদ সাইফুল্লাহ ইলিয়াস।

আপনার মন্তব্য

আলোচিত