শাবিপ্রবি প্রতিনিধি

০৯ এপ্রিল, ২০১৭ ১৬:৫৩

ইভটিজিং ও সাংবাদিকদের মারধরের প্রতিবাদে শাবিতে মানববন্ধন

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ইভটিজিং ও সাংবাদিকদের মারধরের প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল করে সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (৯ এপ্রিল) দুপুরে শাবি ক্যাম্পাসে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ মানববন্ধনে সংহতি জানান শাবি শিক্ষক সমিতি, সিলেট প্রেসক্লাব ও সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

বক্তারা ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এদিকে কর্তৃপক্ষ বরাবরে নির্যাতিতা মেয়ের পরিবারের দেয়া অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে বলে জানান শাবি প্রক্টর।

উল্লেখ্য, শনিবার বিকেলে এসএসসি পরীক্ষার্থী একটি মেয়ে তার ভাইকে নিয়ে ক্যাম্পাসে বেড়াতে আসলে তাদের হেনস্তা ও মারধর করে ছাত্রলীগ কর্মীরা। তাদের রক্ষায় সাংবাদিকরা এগিয়ে গেলে তাদের বেধড়ক মারধর করা হয়। পুলিশ ঘটনা শুনলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পরামর্শ সাপেক্ষে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত