শাবি প্রতিনিধি

০৬ মে, ২০১৭ ১৪:৩৭

শাবির সাবেক শিক্ষার্থী রনির দুই কিডনি অকেজো, সাহায্য কামনা

অসুস্থ হয়ে শয্যাশায়ী মাহমুদুল হাসান রনি

একমাত্র ছেলে সন্তান, প্রিয়তমা স্ত্রী আর পরিবারের সদস্যদের নিয়ে দিন ভালোই কাটছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী মাহমুদুল হাসান রনির। তবে একটি খবরে রনির ভাগ্যে নেমে এসেছে ঘোর অমানিশা। শাবির ২০০৩-০৪ শিক্ষাবর্ষের এ শিক্ষার্থীর দুটি কিডনির ৯২ শতাংশই অকেজো হয়ে পড়েছে।

বর্তমানে রাজধানীর কিডনি ফাউন্ডেশনে চলছে তার চিকিৎসা। রনিকে বাঁচাতে দ্রুত কিডনি ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন।

রনির কৃষক পিতা নিজেই তাকে কিডনি দান করতে প্রস্তত আছেন। কিন্তু সেজন্য কমপক্ষে ৪০ লাখ টাকার প্রয়োজন। রনির কৃষক পরিবারের পক্ষে এ বিপুল অর্থের যোগান দেয়া প্রায় অসম্ভব।

রনির পরিবারের সদস্য, তার বন্ধু এবং সহপাঠীরা তাকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। রনির হাসিমুখ অমলিন রাখতে চিকিৎসার জন্য সকলের সহযোগিতা কামনা করেছে রনির পরিবার।

সহযোগিতা পাঠানোর ঠিকানা:
A/C No:-
MAHFUZA KHATUN,
AC - 15615100179707,
Dutch Bangla Bank Ltd .
Mymensingh Branch.
Routing No: 090611759
Swift : DBBLBDDH
Dutch Bangla Mobile Banking (Rocket) AC NO.- 017187197390.
Bkash: 01718719741 অথবা 01718719739

আপনার মন্তব্য

আলোচিত