রাবি প্রতিনিধি

০৬ মে, ২০১৭ ১৯:১০

রুয়েটের ৫ পদে নিয়োগ সম্পন্ন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পাঁচটি পদে নিয়োগ সম্পন্ন হয়েছে।

শনিবার (৬ মে) বিকেলে রুয়েটের প্রেস এন্ড ইনফরমেশন সেকশনের উপ-পরিচালক গোলাম মর্তুজা সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

নিয়োগপ্রাপ্ত পদগুলো হলো পরীক্ষা নিয়ন্ত্রক, লাইব্রেরিয়ান, কম্পোট্রলার, চিফ ইঞ্জিনিয়ার ও চিফ মেডিকেল অফিসার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা নিয়ন্ত্রক পদে মো. তৌহিদ আরিফ চৌধুরী, লাইব্রেরিয়ান পদে ড. মো. আজিজুল হক, কম্পোট্রলার পদে মো. নাজিমউদ্দীন আহমেদ, চিফ ইঞ্জিনিয়ার পদে মো. শাহাদৎ হোসেন এবং চিফ মেডিকেল অফিসার পদে ড. মো. মকসেদ আলীকে নিয়োগ দেওয়া হয়েছে। রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশে এ নামগুলো উল্লেখ করা হয়।

এই অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট নিয়োগ কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ৮০তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক ওই পাঁচটি পদে নিয়োগ দেওয়া হয়েছে। পদগুলোতে যোগদান করে স্ব-স্ব পদে দায়িত্ব পালন শুরু করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে রুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহা. রফিকুল আলম বেগ সদ্য নিয়োগ পাওয়া এই পাঁচ কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছেন। তাদের কর্মতৎপরতায় রুয়েটের সার্বিক কল্যাণ ও অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মন্তব্য

আলোচিত