সিলেটটুডে ডেস্ক

০৭ মে, ২০১৭ ১৮:১৮

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শিক্ষক-কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে কর্মরত শিক্ষক ও কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ মে) বিকেলে ইউনিভার্সিটির প্রফেসর এম হাবিবুর রহমান হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের যেসব শিক্ষার্থী দুর্বল, তাদের প্রতি শিক্ষকদের বিশেষ মনোযোগ দিতে হবে। প্রয়োজনে দুর্বল শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে বসতে হবে।’

তিনি আরো বলেন, ‘বর্তমান সময়ে প্রায় সকল ক্ষেত্রেই অবক্ষয় ঘটছে। এজন্য শিক্ষার্থীদের নিয়ে আমাদের শিক্ষকদের সচেতন হতে হবে।’

এপ্রিল মাসে মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রতি আন্তরিক হয়ে এর সফলতার অংশীদার হতে সকলের প্রতি আহবান জানান ড. তৌফিক।

সভায় উপাচার্য অধ্যাপক ড. সালেহ উদ্দিন আহমদ ক্লাসে মনোযোগী হতে এবং বেশি করে পড়াশোনা করাতে শিক্ষকদের প্রতি আহবান জানান।

সভায় উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, আইন অনুষদের ডিন ড. এম রবিউল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মুহিতুল বারী রহমান, পরিচালক (অর্থ) মিহির কান্তি চৌধুরী, রেজিস্ট্রার মুহাম্মদ ফজলুর রব তানভীর, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নন্দলাল শর্মা, সিএসই বিভাগের প্রধান অধ্যাপক চৌধুরী এম মোকাম্মেল ওয়াহিদ, আইন বিভাগের অধ্যাপক ব্যারিস্টার আরশ আলী, সহকারি রেজিস্ট্রার ও জনসংযোগ কর্মকর্তা লোকমান আহমদ চৌধুরী, সহকারি প্রক্টর এডভোকেট মো. আব্বাস উদ্দিন, বিভিন্ন বিভাগের প্রধান, সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত