শাবিপ্রবি প্রতিনিধি

১১ মে, ২০১৭ ১৮:৩১

শাবিতে গ্রন্থাগার সেবা ও আধুনিক শিক্ষণ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘গ্রন্থাগার সেবা ও ডিজিটাল শিক্ষণ ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (১১ মে) প্রাতিষ্ঠানিক গুণগত মান নিশ্চিতকরণ সংস্থা ‘আইকিউএসি’ দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে।

আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল আওয়াল বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূঁইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আখতারুল ইসলাম, অধ্যাপক ড. মো. জাকির হোসাইন, অধ্যাপক ড.মোহাম্মদ রেজা সেলিম, প্রধান গ্রন্থাগারিক মো. আব্দুল হাই সামেনী।

বেলা ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে দুই পর্যায়ের প্রায়োগিক অধিবেশন।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূঁইয়া বলেন, “সমগ্র ক্যাম্পাসকে কম্পিউটার নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার কাজ চলছে। তারই ধারাবাহিকতায় লাইব্রেরি ও বিভাগীয় সেমিনার কক্ষের উন্নয়নের জন্য চেষ্টা চলছে।” তিনি আশা প্রকাশ করেন অতি দ্রুতই শাবিপ্রবি একটি অত্যাধুনিক ডিজিটাল ক্যাম্পাসে পরিণত হবে।

অধ্যাপক ড. মো. আব্দুল আওয়াল বিশ্বাস বলেন, কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার সুবিধা ও সর্বোপরি শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য অত্যাধুনিক গ্রন্থাগারের প্রয়োজন। আইকিউএসি শাবিপ্রবির শিক্ষা ব্যবস্থার ডিজিটালাইজেশনে কাজ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন আইকিউএসি ভবিষ্যতেও প্রাতিষ্ঠানিক গুণগত মান উন্নয়নে কাজ করে যাবে।

আপনার মন্তব্য

আলোচিত