সোহেল আহমদ, এমসি কলেজ

২৫ আগস্ট, ২০১৭ ১৬:৪২

শনিবার এমসি ও সরকারি কলেজের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শিক্ষামন্ত্রী

সিলেটের ঐতিহ্যবাহী এমসি ও সরকারি কলেজ ক্যাম্পাসে দশ তলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য শনিবার সিলেট আসছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার (২৬ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে কলেজ দু'টির উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য বিমানযোগে শিক্ষামন্ত্রী সিলেটে আসবেন বলে নিশ্চিত করেছেন এমসি কলেজ অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ।

দুপুর ১টায় এমসি কলেজ ক্যাম্পাসের পুকুরের উত্তর পাশে টিলা ঘেঁষে থাকা ছাত্র মিলনায়তন ও ক্যান্টিন ভেঙ্গে দশ তলা একাডেমিক ভবনের নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শিক্ষামন্ত্রী। এরপর দুপুর ২টায় সিলেট সরকারি কলেজ কেন্দ্রীয় মসজিদের উত্তর দিকে দশ তলা একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মতবিনিময় সভায় অংশ নিবেন শিক্ষামন্ত্রী।

সম্প্রতি একনেকে'র সভায় এমসি কলেজ ও সিলেট সরকারি কলেজের দশ তলা একাডেমিক ভবনের অনুমোদন দেয়া হয়। তবে ১২৫ বছরের স্মৃতি জড়িয়ে থাকা এমসি কলেজের ঐতিহ্যবাহী ক্যাম্পাসে দশ তলা ভবন নির্মাণ নিয়ে রয়েছে শিক্ষার্থীদের মাঝে রয়েছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া।

অন্যদিকে শ্রেণী কক্ষ সংকটে থাকা সিলেট সরকারি কলেজে দশ তলা ভবন বাস্তবায়ন হলে শ্রেণী সংকট কাটিয়ে উঠতে পারবে কলেজ কর্তৃপক্ষ বলছেন সংশ্লিষ্টরা। দশ তলা একাডেমিক ভবন দু'টির বাস্তবায়ন করবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

শনিবার শিক্ষামন্ত্রী সরকারি কলেজে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে সরকারি কলেজে অনার্স কোর্স চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিবেন বলে জানিয়েছেন সিলেট সরকারি কলেজ অধ্যক্ষ অধ্যাপক আতাউর রহমান।

এমসি ও সরকারি কলেজ ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের আগমনকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাস দু'টিতে। রং বেরংয়ের পতাকা, ব্যানার, তোড়ন নির্মাণ আর ফেস্টুনে সাজ সাজ রব পড়েছে ক্যাম্পাসের চত্বর গুলোতে।

আপনার মন্তব্য

আলোচিত