রাবি প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর, ২০১৭ ১৯:৩৭

রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে রাবিতে মৌন মানববন্ধন ও গণস্বাক্ষর

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের উপর জাতিগত নিপীড়ন ও অব্যাহত হত্যাযজ্ঞের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মৌন-মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে ইউনাইটেড নেশনস্ ইয়ুথ এন্ড স্টুডেন্টস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী বিভাগীয় শাখা।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আধা ঘণ্টাব্যাপী এই মৌন মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সংগঠনটির রিজিওনাল ডিরেক্টর একরাম হোসেন, মিডিয়া এন্ড পাবলিক রিলেশনের কো-অর্ডিনেটর মোহাইমিনুল জোয়ার্দারসহ দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৪ অগাস্ট রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ পোস্ট ও একটি সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকেই রোহিঙ্গাদের ঢল নামে বাংলাদেশে।

আপনার মন্তব্য

আলোচিত