শাবিপ্রবি প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর, ২০১৭ ১৯:২২

শাবিতে জমকালো আয়োজনে ‘মেকনোভেশন-২০১৭’ শুরু বুধবার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ‘মেকনোভেশন-২০১৭’ আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন অব সাস্ট এর তত্ত্বাবধানে বিভাগটি প্রথমবারের মতো এ ধরনের আয়োজন করছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. আরিফুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রভাষক জাহিদুল ইসলাম, ফেরদৌস আলম এবং শিক্ষার্থী এসএম নাঈমুল হাসান।

এ সময় তারা জানান, বিজ্ঞান চর্চার তাত্ত্বিক বিষয়কে ব্যবহারিক প্রয়োগের মধ্যে ছড়িয়ে দেয়ার প্রয়াসেই এ আয়োজন। তিন ভাগে এ আয়োজনে রয়েছে টেকনিক্যাল প্রতিযোগিতা, সেমিনার ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ও নবীনবরণ।

ডিবিএল টেকনিক্যাল প্রতিযোগিতার রোবোনিক্স ভলিউম লাইন ফলোয়ার কম্পিটিশন এ ১৮ টি টিম, আইডিয়েট পোস্টার প্রেজেন্টেশন এ ৫টি টিম অংশগ্রহণ করছে। অন্যদিকে ইঞ্জিনিয়ারিং ডিজাইন ও রুবিক্স কিউব প্রতিযোগিতার রেজিস্ট্রেশন আজ রাত ১২টায় শেষ হবে।

বুধবার সকাল ১০টায় উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবীনবরণের মধ্য দিয়ে শেষ হবে। প্রথম দিনে রুবিক্স কিউব ছাড়া সবগুলো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় দিন দুপুর সাড়ে ৩টায় সেন্ট্রাল অডিটোরিয়ামে ‘ইঞ্জিনিয়ারিং এজ এ ক্যারিয়ার’ শীর্ষক ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে আলোচনা করবেন ফেঞ্চুগঞ্জ কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট এর ম্যানেজার ইঞ্জিনিয়ার নুরুল আমিন, জালালাবাদ গ্যাস প্ল্যান্ট এর সুপারিনটেন্ড চৌধুরী হাফিজ রুমেল, ডিবিএল গ্রুপ এর হেড অব সাসটেইননোবিলিটি মোহাম্মদ জাহিদুল্লাহ।

নবীনবরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করবেন বিভাগীয় প্রধান ড. আরিফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে ড. আরিফুল ইসলাম বলেন, ‘ক্রিয়েটিভিটি এন্ড ইনোভেশন আর দ্য ড্রাইভিং ফোর্স অব দ্য মিনিংফুল চেঞ্জ’ শিরোনামকে সামনে নিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত