সিলেটটুডে ডেস্ক

১১ ফেব্রুয়ারি , ২০১৮ ১৬:০৯

পহেলা ফাল্গুন লিডিং ইউনিভার্সিটির ‘বসন্ত বরণ ও পিঠা উৎসব ১৪২৪’

বসন্তকে বরণ করে নিতে লিডিং ইউনিভার্সিটির কালচারাল ক্লাব আসন্ন পহেলা ফাল্গুন আয়োজন করতে যাচ্ছে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের। বসন্তের আগমনকে রঙিন করে তুলতে সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে দ্বিতীয়বারের মত আয়োজন করা হয়েছে 'বসন্ত বরণ ও পিঠা উৎসব ১৪২৪'।

অনুষ্ঠানটি সাজানো হয়েছে সঙ্গীত, নৃত্য, নাটক, মূকাভিনয়, আবৃত্তিসহ মনোমুগ্ধকর সব পরিবেশনায়। এছাড়াও মঞ্চ মাতাতে অতিথি ব্যান্ড হিসেবে থাকছে অর্ফেয়াস ও দ্য ব্যানড কমিউনিটি।

বেলা ২টা থেকে শুরু হতে যাওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

ক্লাবের উপদেষ্টা চৌধুরী তাবাসসুম শাকিলা জানান লিডিং ইউনিভার্সিটি কালচারাল ক্লাব সবসময়ই বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় আমরা আয়োজন করতে যাচ্ছি 'বসন্ত বরণ ও পিঠা উৎসব-১৪২৪'। অনুষ্ঠানটিকে সফল করার লক্ষ্যে নিরলস পরিশ্রম করছে ক্লাবের সদস্যরা।

প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের ক্লাবের পক্ষ থেকে এক বার্তায় সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত