সিলেটটুডে ডেস্ক

১২ মার্চ, ২০১৮ ২২:১০

দৃষ্টিভঙ্গিগত বাঁধায় ব্যাহত হচ্ছে নারীর ক্ষমতায়ন: স্পিকার

সমান যোগ্যতা থাকা সত্ত্বেও দেশের কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ মাত্র ৩৫ শতাংশের মত। বিভিন্ন ধরনের পারিবারিক, সামাজিক ও দৃষ্টিভঙ্গিগত বাঁধার কারণে ব্যাহত হচ্ছে নারীর ক্ষমতায়ন। তাই এসব বাধাকে অপসারণ করতে নারীর অধিকার আদায়ের যে লড়াই, তাতে নারীর পাশাপাশি পুরুষদেরও সামিল হতে আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

সোমবার (১২ মার্চ) রাজধানীর আফতাবনগরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘টাইম ইজ নাউ: রুরাল এন্ড আরবান এক্টিভিস্ট ট্রান্সফরমিং ওমেন্স লিভস’ থিমের ওপরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারীর অধিকার মানবাধিকার তাই অধিকার প্রতিষ্ঠায় সবাইকেই কাজ করতে হবে বলে মন্তব্য করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আলোচনায় অংশ নেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) এর সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনিন আহমেদ এবং উন্নয়ন সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ, সিপিডি’র নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন, উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. ফকরুল আলম। বক্তারা, গত চার দশকে বাংলাদেশর নারীর অগ্রগতির চিত্র তুলে ধরেন। সেইসাথে সকল ক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত না হওয়া পর্যন্ত অধিকার আদায়ে সোচ্চার থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।  

আপনার মন্তব্য

আলোচিত