শাবি প্রতিনিধি

২৭ ফেব্রুয়ারি , ২০২০ ২০:১২

শাবিতে চলছে ‘মিথিক্যাল রোবোসাস্ট মান্থ’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) একমাত্র রোবোটিক্স বিষয়ক সংগঠন ‘রোবোসাস্টে’র আয়োজনে চলছে ‘মিথিক্যাল রোবো সাস্ট মান্থ’।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান সংগঠনটির সাধারণ সম্পাদক এনামুল হক।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, এবারের 'মিথিক্যাল রোবোসাস্ট মান্থ' এ রয়েছে ‘ইন্ট্রোডাকশন টু রোবোটিক্স' ওয়ার্কশপ, রোবোসাস্ট প্রজেক্ট শো, টি শার্ট লঞ্চ, রোবোটিক্স ল্যাব ট্যুর, টক টু রিবো, অটো গ্র্যান্ড প্রিক্স ভি ৫.০ প্রবলেম স্টেটমেন্ট রয়েছে।

এরমধ্যে প্রতি শুক্র ও শনিবার রোবোটিক্স এর উপর ওয়ার্কশপের পাশাপাশি চলবে রোবোসাস্ট প্রজেক্ট শো। আগামী ১মার্চ আইআইসিটি ৪২৯ নং রুমে রোবোসাস্টের ল্যাবরেটরিতে ল্যাবট্যুর অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ২২ মার্চ ‘টক টু রিবো’ এবং রোবোটিক্স কম্পিটিশন ‘অটো গ্র্যান্ড প্রিক্স ভি-৫.০’ অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, নবীনদের মাঝে রোবোটিক্স সম্পর্কে ধারণা দিতে রোবোসাস্ট প্রতিবছর আয়োজন করে ‘মিথিক্যাল রোবোসাস্ট মান্থ’। প্রতিবারের ন্যায় এবারের ওয়ার্কশপেও বেশিরভাগই নবীনরা অংশগ্রহণ করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত