সিলেটটুডে ডেস্ক

১৩ মে, ২০২০ ২১:১০

রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করল লিডিং ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাব

প্রতিবছরের মতো এবারও লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব আয়োজন করে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ ( ‘Ramadan Food Distribution 2020' )।

সোমবার (১২ মে) ক্লাব সদস্যরা মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার স্টেশন এলাকায় কিছু মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও খেটে খাওয়া দিনমজুর মানুষের মাঝে বিতরণ করেছে চাল, পেঁয়াজ, ডাল, আলু, তেল, খেজুর, চানা এবং করোনাভাইরাস থেকে রক্ষা পেতে জীবাণুনাশক সাবান।

ইতোপূর্বে এ ক্লাব 'Stand Together for Humanity : To Fight Against Covid-19' নামক এক অনন্য আয়োজনের মাধ্যমে একটি পর্যায়ক্রমিক প্রচেষ্টায় তহবিল সংগ্রহের মাধ্যমে কিছু মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও সমাজের খেটে খাওয়া দিনমজুর মানুষের পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেছে।

এ আয়োজনে সহযোগিতা করার জন্য লিডিং ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) শ্রীযুক্ত বনমালী ভৌমিককে ধন্যবাদ জানিয়ে ক্লাব উপদেষ্টা মিসেস রুম্পা শারমীন জানান কাউকে বিব্রত বা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন না করে মানবতার কথা বিবেচনা করেই লিভিং ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাবের এ ক্ষুদ্র প্রচেষ্টা।

আপনার মন্তব্য

আলোচিত