সিলেটটুডে ডেস্ক

০৩ মার্চ, ২০২১ ০০:১১

স্কুল খোলার আগেই চলে গেলেন ‘ইস্কুল খুইলাছে’র শিল্পী

সংগীতশিল্পী জানে আলম আর নেই

করোনাসংক্রমনের কারণে এক বছর ধরে বন্ধ স্কুল-কলেজ। আগামী ৩০ মার্চ থেকে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে তার আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন আশির দশকের সাড়া জাগানো সংগীতশিল্পী জানে আলম মারা গেছেন। যার জনপ্রিয় গানগুলোর একটি 'ইস্কুল খুইলাছেরে মওলা/ইস্কুল খুইলাছে।'

মঙ্গলবার (২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

জানা যায়, মাসখানেক আগে বাবার করোনা পজিটিভ আসে। করোনা থেকে সুস্থ হওয়ার পর নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় অবস্থা খারাপ হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়, এর কয়েক ঘন্টার মধ্যেই তিনি মারা যান।

পপ শিল্পী হিসেবে খ্যাতি ছিলো জানে আলমের। তবে তার বেশিরভাগ গান আধ্যাত্মিক-পল্লী ঘরানার। তার গাওয়া গানের সংখ্যা প্রায় চার হাজার। এছাড়া তার লেখা, সুর এবং পরিচালনা করা গান রয়েছে প্রায় তিন হাজার।

আপনার মন্তব্য

আলোচিত