সিলেটটুডে ডেস্ক

১৯ মে, ২০২১ ০১:০৬

রোজিনা সাংবাদিকতা করতে গিয়েছিলেন, সিঁধ কাটতে নয়: জয়া

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিয়ে জয়া লিখেছেন, ‘রোজিনা সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়েছিলেন, সিঁধ কাটতে নয়। দেখতে পেলাম হেনস্তার শিকার হয়ে তিনি মাটিতে পড়ে যাচ্ছেন। এই আমাদের আচরণ! এই আমাদের সভ্যতা!’

তিনি আরও লেখেন, ‘রোজিনার গলার ওপর চেপে বসা আঙুলগুলো গভীর অর্থময় এক প্রতীকের মতো লাগছে। মনে হচ্ছে, আঙুলগুলো কোনো ব্যক্তির গলায় নয়, বরং বাংলাদেশের বাকস্বাধীনতার কণ্ঠনালিতে চেপে বসেছে।’

রোজিনাকে তার পরিবারের কাছে দ্রুত ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে জয়া লেখেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেই এমন অশুভ একটি ঘটনা আমাদের দেখতে হলো?’

রোজিনা ইসলাম সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে তাকে অবরুদ্ধ করে রাখেন সেখানকার কর্মকর্তারা। ওই সময় তাকে নির্যাতনের অভিযোগ করেছেন স্বজনেরা।

সোমবার রাতে রোজিনাকে শাহবাগ থানায় নিয়ে রাষ্ট্রীয় গোপন নথি চুরির অভিযোগে মামলা করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার সকালে রোজিনাকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। সেখানে জামিন আবেদন করেন রোজিনার আইনজীবীরা। জামিন আবেদন আংশিক শুনানি শেষে বাকি শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে। এখন রোজিনা ইসলামকে রাখা কাসিমপুর কারাগারে।

আপনার মন্তব্য

আলোচিত