সিলেটটুডে ডেস্ক

৩০ জুলাই, ২০২১ ১২:২৬

‘ইত্যাদি’তে ৩০ বছরে এই প্রথম!

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) গত ৩০ বছরের বেশি সময় ধরে প্রচারিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। হাজার-হাজার দর্শকের উপস্থিতি থাকত এ অনুষ্ঠানটির চিত্রধারণে। তবে এবারই ঘটেছে ব্যতিক্রম। এবার দর্শক ছাড়াই হয়েছে ‘ইত্যাদি’র মূল পর্বের শুটিং।

‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে অবস্থিত মেট্রোরেল লাইন-৬–এর ডিপোতে। পর্বটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে শুক্রবার (৩০ জুলাই) রাত ৮টার বাংলা সংবাদের পর।

‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

‘ইত্যাদি’র নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৬ জুলাই ধারণ করা হয় পর্বটি।

করোনার কারণে এই প্রথম স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে কোনো দর্শককে আমন্ত্রণ জানানো হয়নি। সেই হিসাবে এটিই হচ্ছে ‘ইত্যাদি’র দর্শকশূন্য প্রথম অনুষ্ঠান।

মেট্রোরেলের সঙ্গে মিল রেখে নির্মাণ করা আলোকিত মঞ্চে ‘ইত্যাদি’র অনুষ্ঠান চলে বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত।

অনুষ্ঠানে গান আছে দুটি। এর মধ্যে একটি গান গেয়েছেন শিল্পী সাবিনা ইয়াসমীন। অন্য গানটি গাইবেন সাম্প্রতিক সময়ে আলোচিত তসিবা বেগম।

নিয়মিত পর্বসহ এবারও আছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু নাট্যাংশ। পাত্রী দেখার একাল–সেকাল, কৌশলী স্বামীর কৌশল, প্রশ্ন আছে উত্তর নেই, শিশু মনস্তত্ত্বে প্রযুক্তির প্রভাব, সেলফাইটিস, নাটকের নাম নিয়ে নোংরামি, প্রযুক্তিমুক্ত পরিবেশসহ বিভিন্ন বিষয়ের ওপর আছে বেশ কয়েকটি পর্ব।

‘ইত্যাদি’র বিভিন্ন পর্বে অংশ নিয়েছেন মাসুম আজিজ, আমিরুল হক চৌধুরী, সোলায়মান খোকা, জিয়াউল হাসান কিসলু, শবনম পারভীন, আফজাল শরীফ, সুভাশীষ ভৌমিক, আমিন আজাদ, কামাল বায়েজীদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত