সিলেটটুডে ডেস্ক

১৮ মার্চ, ২০২২ ০১:০২

বঙ্গবন্ধুর বায়োপিকের নাম বদল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত বায়োপিকের নাম বদল হয়েছে। ‘বঙ্গবন্ধু’ নামে সিনেমাটির শুটিং শুরু করেছিলেন পরিচালক শ্যাম বেনেগাল। তবে বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনে বদল হলো এর নাম।

সিনেমাটির নতুন নাম রাখা হয়েছে ‘মুজিব’। ট্যাগ লাইনে লেখা—একটি জাতির রূপকার।

বৃহস্পতিবার (১৭ মার্চ) এফডিসির প্রজেকশন হলে সিনেমাটির ফার্স্ট লুক উন্মোচন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিনেমার নাম ভূমিকায় অভিনয় করা আরিফিন শুভ, দীঘি, দিব্য, এফডিসির এমডি নুজহাত ইয়াসমিন ও সিনেমাটির কলাকুশলীরা।

ভারত থেকে এই আয়োজনে সরাসরি অংশ নেন পরিচালক শ্যাম বেনেগাল। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশ-ভারত।

আপনার মন্তব্য

আলোচিত