সিলেটটুডে ডেস্ক

১৮ মার্চ, ২০২২ ১৯:২৯

যৌন হয়রানির বিচার নিজেদেরই করা লাগবে: পরীমনি

সম্প্রতি রাজধানীতে বাসে এক কলেজছাত্রী যৌন হয়রানির শিকার হয়েছেন। সেই ঘটনায় বাসভর্তি মানুষ নীরব দর্শকের ভূমিকা পালন করলেও যৌন হয়রানিকারী ওই ব্যক্তিকে উত্তম-মধ্যম দিয়েছেন ছাত্রীটি।

এমন এক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। একই সঙ্গে ঘটনাটি নিয়ে গণমাধ্যমগুলোর প্রতিবেদনেও উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সেই ঘটনায় ওই ছাত্রী ও তার মায়ের প্রতিবাদের তারিফ করেছেন।

এবার সেই ঘটনার একটি প্রতিবেদন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে প্রশংসা ও ক্ষোভ ঝাড়লেন চিত্রনায়িকা পরীমনি।

একটি বেসরকারি টেলিভিশনের সেই প্রতিবেদন শেয়ার করে পরীমনি লেখেন- ‘বিশ্বাস করো, এই বিচারটা সব সময় নগদে নিজেদেরই করা লাগবে। বাকিরা সব এমন নীরব ভূমিকায়-ই থাকে আজীবন!’

ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়, ওই ছাত্রী ও তার মা যৌন হেনস্থাকারী ওই ব্যক্তিকে পা ধরে মাফ চাওয়ান।

গণমাধ্যমে উঠে আসা প্রতিবেদন থেকে জানা যায়, রাজধানীর শনির আখড়া থেকে কল্যাণপুর যাওয়ার সময় বাসে সেই ঘটনা ঘটে। সেই শিক্ষার্থীর নাম জেবুননেসা কামাল নেহা। সঙ্গে ছিলেন তার মা হালিমা খাতুন। একই দিনে তিনিও যৌন হয়রানির শিকার হন বলে জানান।

সেই ঘটনার বর্ণনা দিয়ে ওই শিক্ষার্থী জানান, বাসে সেই ব্যক্তি তাকে টাচ করার চেষ্টা করে। তার অঙ্গভঙ্গিতে বাধ্য হয়ে তিনি তার কলার ধরেন, তাকে চড়থাপ্পড় মারেন, পুলিশে দেয়ার কথা বলেন, কিন্তু বাসের অনন্যা যাত্রী তাকে সাহায্য না করে সেই ব্যক্তিকে মাফ চেয়ে চলে যেতে বলেন।

আপনার মন্তব্য

আলোচিত