
০৪ জুন, ২০২২ ২০:২৮
বিয়ে না করেই দীর্ঘ ১১ বছর এক ছাদের নিচে ছিলেন কলম্বিয়ান বিখ্যাত পপস্টার শাকিরা ও বার্সেলোনার ডিফেন্ডার জেরার্দ পিকে। দুটি সন্তানও রয়েছে তাদের।
তবে শনিবার এক বিবৃতিতে আলাদা হওয়ার ঘোষণা দিলেন শাকিরা। ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শাকিরার বিবৃতিতে বলা হয়, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সন্তানদের মঙ্গলের জন্য, যারা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাদের গোপনীয়তাকে সম্মান করার জন্য অনুরোধ করছি। বিষয়টি বুঝবার জন্য সবাইকে ধন্যবাদ।’
২০১১ সাল থেকে একসঙ্গে ছিলেন শাকিরা-পিকে। তার আগের বছর ফুটবল বিশ্বকাপের গান ‘ওয়াকা ওয়াকা’-এর মিউজিক ভিডিও চিত্রায়নের সময় পরিচয় হয়েছিল এই দুই জগতের দুই তারকার।
২০১৭ সালে একবার চাউর হয়েছিল, তারা পিকে-শাকিরা একসঙ্গে থাকছেন না। এমনকি সে সময় শাকিরা পিকের সঙ্গে বিচ্ছেদ চেয়েছিলেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরে উঠে আসে।
আপনার মন্তব্য