
১২ মার্চ, ২০২৩ ১১:৫৯
সামাজিক মাধ্যমে ইনস্টাগ্রামে ৫ মিলিয়ন বা ৫০ লাখ ফলোয়ারের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তিনি প্রথম বাংলাদেশি অভিনেত্রী যার ফলোয়ারের সংখ্যা ইনস্টাগ্রামে ৫০ লাখ বা ততোধিক।
বাংলাদেশের তারকাদের মধ্যে ৪০ লাখ ৭০ হাজার অনুসারী নিয়ে এ মাধ্যমে দ্বিতীয় অবস্থানে রয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। তৃতীয় অবস্থানে রয়েছেন নুসরাত ফারিয়া, যার বর্তমান ইনস্টাগ্রাম অনুসারী ৩০ লাখ ৯০ হাজারেরও বেশি।
জানা যায়, ২০১২ সালে ইন্সটাগ্রাম আইডিটি খুলেছিলেন জানিয়ে মেহজাবীন। তখন প্রায় কয়েক বছর এটার প্রাইভেসি পাবলিক করেননি, প্রাইভেট করে রেখেছিলেন। এরপর ২০১৭ সালের দিকে এটার প্রাইভেসি পাবলিক করেন তিনি।
৫০ লাখের মাইলফলকে পৌঁছার পর গণমাধ্যমকে মেহজাবীন চৌধুরী বলেন, ‘যখন কাজে নিয়মিত হলাম এবং বিভিন্ন প্রোডাক্টসের শুভেচ্ছাদূত হতে থাকলাম, ইনস্টাতে তাদের প্রোডাক্ট প্রমোশন করার বিষয়ে ডিমান্ড আসতে শুরু করল। তখন নিজের ইন্সটাগ্রাম আইডি সবার জন্য উন্মুক্ত করি।
যারা এভাবে সবসময় পাশে থেকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছেন এই অভিনেত্রী।
আপনার মন্তব্য