
০৬ নভেম্বর, ২০২৩ ০০:৪৪
বিশিষ্ট শিল্পী সুবর্না রহমানের নতুন মিউজিক ভিডিও ইচ্ছে ফড়িং এ সপ্তাহে মুক্তি পেয়েছে। তরঙ্গ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত মিউজিক ভিডিওটি ৩ নভেম্বর রিলিজ দেয়া হয়।
ইচ্ছে ফড়িং গানটি রচনা করেছেন কবি শাশ্বত টিটো। আর সুর এবং সঙ্গীত আয়োজনে ছিলেন সজীব দাস।
ইয়ামিন ইলানের নির্দেশনায় মিউজিক ভিডিও নির্মাণে ছিলো ই মিউজিক, এডিটিং করেছেন শুভ্র এবং পোষ্টার ও প্রোমো করেছেন অনিমেষ শর্মা।
মিউজিক ভিডিওটি চিত্রায়ণে শরৎকালের আবহ ফুটে উঠেছে।
মিউজিক ভিডিওটি প্রকাশ উপলক্ষে শিল্পী সুবর্না রহমান বলেন, এই গানটি আমার অত্যন্ত ভালো লাগার একটি গান। গানের কথাগুলো যেমন ভালো লেগেছে তেমনি সজীব দাস খুব সুন্দর সুর করেছেন । সেই সাথে গানের সঙ্গীতায়োজনও হৃদয়গ্রাহী হয়েছে। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।
আপনার মন্তব্য