বিনোদন ডেস্ক

১৮ মে, ২০১৬ ০৩:১০

শিক্ষক লাঞ্ছনায় প্রতিবাদে তারকারাও

কথায় আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর সেই জাতি গড়ে তুলতে একজন শিক্ষক প্রধান দায়িত্ব পালন করে থাকেন। কিন্তু সেই শিক্ষকই যদি  লাঞ্ছিত হন মানুষে দ্বার তাহলে এ জাতি আগামীতে কোথায় গিয়ে দাঁড়াবে। এমন প্রশ্নই জেগে উঠেছে গোটা জাতির মনে।

গত ১৪ মে নারায়ণগঞ্জে স্কুলের প্রধান শিক্ষককে গণধোলাই ও পরে সংসদ সদস্যের নির্দেশে কান ধরে উঠবসের ন্যাক্কারজনক ঘটনায় দেশব্যাপী তুমুল সমালোচনা শুরু হয়েছে। আর এ সামলোচনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে বেশি। একজন প্রধান শিক্ষককে এভাবে হেয়পতিপন্ন করায় ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা গেছে সবাই এর প্রতিবাদ করছেন কানে ধরা ছবি আপলোড করে। সাধারণ মানুষের সঙ্গে তারকারাও এই প্রতিবাদে অংশ নিয়েছেন। তারাও কানে ধরে ছবি ইতিমধ্যেই আপলোড করেছেন ফেসবুকে।

তারকাদের মধ্যে রয়েছেন ইরেশ যাকের, রওনক হাসান, মাজনুন মিজান, রিমুসহ আরও অনেকে। এছাড়াও আরও অনেক মিডিয়া ব্যক্তিত্ব রয়েছেন ছাড়া এই প্রতিবাদে সামিল হয়েছেন। সবাই একটি দাবীই করছেন করছেন যাতে করে এ ঘটনার একটি সুষ্ঠু বিচার হয়।

আপনার মন্তব্য

আলোচিত