সিলেটটুডে ডেস্ক

১৯ ফেব্রুয়ারি , ২০১৭ ১৭:০৯

কিংবদন্তি শিল্পী বনশ্রী সেনগুপ্ত আর নেই

বাংলা সংগীত জগতের কিংবদন্তি শিল্পী বনশ্রী সেনগুপ্ত আর নেই।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ সংগীত শিল্পী। ফুসফুসের সংক্রমণ নিয়ে দশ দিন আগে এসএসকেএমে ভর্তি হন তিনি।

বহুদিন ধরেই কিডনি ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন  স্বনামধন্য এই শিল্পী। একাধিকার হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাঁকে।

দীর্ঘদিন গীতিকার-সুরকার সুধীন দাশগুপ্তের কাছে সঙ্গীতের প্রশিক্ষণ নেন এই গায়িকা। প্রবীর মজুমদার, নীতা সেন, সাগিরুদ্দিন খান, সন্তোষ সেনগুপ্ত, দীনেন্দ্র চৌধুরী প্রমুখ সুরকারদের সুরে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন বনশ্রী সেনগুপ্ত। দেশে বিদেশে অসংখ্য অনুষ্ঠান করেছেন এই শিল্পী। পেয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উত্তম কুমার অ্যাওয়ার্ড, বিএফজেএ অ্যাওয়ার্ড, প্রমথেশ বড়ুয়া অ্যাওয়ার্ড।

১৯৮৬-তে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন এই শিল্পী। ‘আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম’, ‘আমার অঙ্গে জ্বলে রংমশাল’, ‘ছি ছি ছি এ কী কাণ্ড করেছি’, ‘দূর আকাশে তোমার সুর’-এর মত তাঁর গাওয়া গানগুলি আজও মন ছুঁয়ে যায়।

আপনার মন্তব্য

আলোচিত