বিনোদন ডেস্ক

২১ জুন, ২০১৭ ১৪:০২

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতির ওপর হামলা

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ হামলায় আহত হয়েছেন। চলচ্চিত্র পরিবারের মিছিল ও সমাবেশ থেকে তার ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেছেন নওশাদ।

চ্যানেল এই অনলাইনের প্রতিবেদনে জানা যায়, বুধবার (২১ জুন) দুপুরে নিউ ইস্কাটনে চলচ্চিত্র সেন্সর বোর্ডে ঢোকার সময় ঘটনাটি ঘটে।

ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, "ঘটনাটি অপ্রত্যাশিত। আমি সরকারি কাজ করতে এসেছি। সরকারের নির্দেশনা মেনেই আমরা কাজ করছি। আজ আমার ওপর যে হামলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি তার বিচার চাচ্ছি।"

যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা করে নির্মিত ‘বস টু’ ও ‘নবাব’ ছবি দুটির ছাড়পত্র না দেওয়ার দাবিতে বুধবার চলচ্চিত্র সেন্সর বোর্ড ঘেরাও করেছে চলচ্চিত্রের ১৪টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র পরিবার। দুপুরে বিএফডিসি থেকে চলচ্চিত্র পরিবারের ব্যানারে একাধিক মিছিল বের হয়। মিছিল শেষে চলচ্চিত্র সেন্সর বোর্ডের সামনে অবস্থান নিয়ে সমাবেশে করে চলচ্চিত্র পরিবার।

আপনার মন্তব্য

আলোচিত