সিলেটটুডে বিনোদন ডেস্ক

০৩ আগস্ট, ২০১৭ ১২:২৩

বলিউড অভিনেতা দিলীপ কুমার আইসিইউতে

কিডনির জটিলতা এবং পানি শূন্যতার কারণে কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের শারীরিক অবস্থা হঠাৎ অবনতি হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

বুধবার (২ আগস্ট) দুপুর ১২টায় তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন দিলীপ কুমার। সঙ্গে যোগ হয়েছে পানি শূন্যতা। তাই শারীরিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তার।

হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে এবং তিনি ঝুঁকিমুক্ত। তবে তাকে আরও দুই দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে।

৯৪ বছর বয়সী বর্ষীয়ান এ বলিউড অভিনেতা অনেকদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছেন। গত এপ্রিল মাসেও তাকে একবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রচণ্ড জ্বর, বমি এবং ডান পা ফুলে যাওয়ার কারণে তখন হাসপাতালে কয়েকদিন হাসপাতালে থাকতে হয়েছে তাকে।

দিলীপ কুমারের আসল নাম মোহাম্মাদ ইউসুফ খান। তিনি চলচ্চিত্রে ছয় দশকের বেশি সময় ধরে বিচরণ করেছেন এবং অভিনয় করেছেন ৬০টি ছায়াছবিতে। ভারত সরকার ১৯৯১ সালে তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়। ১৯৯৪ সালে ভারতীয় চলচ্চিত্রের প্রতি তার অবদান সমূহের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার পান তিনি। হিন্দুস্তান টাইমস।

আপনার মন্তব্য

আলোচিত