বিনোদন ডেস্ক

২১ জানুয়ারি, ২০১৮ ২০:৩৫

ব্যান্ড দল মাইলসের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

জনপ্রিয় ব্যান্ড মাইলসের বিরুদ্ধে স্বাক্ষর জালের অভিযোগ করেছেন গীতিকার রনিম। তার অভিযোগ, রয়্যালিটির কোনো চুক্তিপত্রে তার স্বাক্ষর নেয়া হয়নি।

নিজের ফেসবুকে লেখা একটা পোস্টে এমন অভিযোগ করেন রনিম।

পোস্টে তিলি লিখেন, 'মাইলস ব্যান্ডদলের প্রতিধ্বনি অ্যালবামের জন্য চারটি গান লিখেছিলাম। এগুলো হলো- ‘জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন’, ‘সাত দিনের তুমি’, ‘কেঁপে ওঠে মন’ ও ‘মন চায়’। এর মধ্যে ‘জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন’ গানটি তুমুল জনপ্রিয়তা অর্জন করে। খুবই দুঃখজনক ঘটনা হলো, আমার লেখা গানগুলো বিভিন্ন ডিস্ট্রিবিউটর কোম্পানির সাথে রয়্যালিটিভিত্তিক চুক্তিপত্রে গীতিকার হিসেবে আমার স্বাক্ষর মাইলসের পক্ষ থেকে কখনোই নেয়া হয়নি। এমতাবস্থায় আমি হতবাক এই প্রশ্নটা ভেবে, গীতিকার রনিমের স্বাক্ষরটি রয়্যালিটির চুক্তিপত্রগুলোতে মাইলসের কোন সদস্য জালিয়াতি করে দিয়ে দিয়েছেন!'



তিনি আরো লিখেন, 'বাংলাদেশের বর্তমান কপিরাইট আইনে মেধাস্বত্বর নীতিমালায় মাত্র একটি গানের জন্যও যদি রয়্যালিটি চুক্তি করতে হয়, তবুও একজন গীতিকার ও সুরকারের সেই চুক্তিপত্রে তাদের নিজ হস্তে স্বাক্ষর নেয়ার আইনত বিধান রয়েছে। সেক্ষেত্রে এমন নীতিবহির্ভূত আচরণ একজন গীতিকারের সাথে প্রতারণার সামিল এবং সেই সাথে বাংলাদেশের কপিরাইট আইন লঙ্ঘনের একটি দৃষ্টান্তমূলক উদাহরণ হিসেবেও স্পষ্ট প্রতীয়মান!'

রনিম লিখেন, 'আমি গান লিখে শুধুমাত্র পারিশ্রমিক নিয়েছি, কিন্তু আমি আমার কোনো গানেরই মেধাস্বত্ব কারো কাছে বিক্রি করিনি এবং কোনো ধরনের কাগজপত্রে কোনো স্বাক্ষর দেইনি। তাই প্রশ্নটা জেগে উঠেছে, মাইলসের রয়্যালিটির চুক্তিপত্রগুলোতে আমার স্বাক্ষর জালিয়াতি করলো মাইলসের কোন সদস্য?'

আপনার মন্তব্য

আলোচিত