
০২ ফেব্রুয়ারি , ২০২০ ০১:২৮
মা হতে চলেছেন ভারতের পশ্চিমবঙ্গে জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক ৷ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে স্বামীকে সঙ্গে নিয়ে খবরটি শেয়ার করলেন এই টলিউড অভিনেত্রী৷ স্বামী প্রযোজক নিশপাল সিংয়ের সঙ্গে ছবি শেয়ার করে কোয়েল মল্লিক লিখছেন-
‘আশীর্বাদ’!
‘এই দিনগুলো কাটছে হালকা লাথি, ঘুঁষি আর ডিগবাজি অনুভব করে৷ নতুন জীবনের স্পন্দন এখন আমার ভিতরে৷ আমার জীবনে যেন একটা রূপার সুতায় বোনা হচ্ছে নতুন গল্প, উলের উষ্ণতা মেখে নতুন জীবনের অংশ হতে চলেছি৷ গ্রীষ্মেেই ভূমিষ্ঠ হবে আমাদের সন্তান।'
২০১৩ সালে প্রযোজক নিশপাল সিংকে বিয়ে করেন কোয়েল৷ এবার জীবন নতুন দিকে মোড় নিচ্ছে ৷ রুপোলি পর্দায় নয়, নায়িকার বাস্তব জীবনে মা হওয়ার পালা ৷
আপনার মন্তব্য