ইন্টারন্যাশনাল ডেস্ক

০৪ ফেব্রুয়ারি , ২০১৫ ০৮:৫২

হ্যাকারদের পুরস্কার দিল গুগল

গুগলের সাইটের সাইবার নিরাপত্তা ত্রুটি খুঁজে দেওয়ার জন্য ২০১৪ সালে দেড় মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দিয়েছে প্রতিষ্ঠানটি।

সিকিউরিটি রিওয়ার্ডস প্রোগাম আওতায় এবছর ২০০ নিরাপত্তা বিশেষজ্ঞ ও হ্যাকারদের ওই অর্থ পুরস্কার দেওয়া হয়।

এই সময়ে গুগল সেবার ৫০০ ত্রুটি খুঁজে পান নিরাপত্তা বিশেষজ্ঞ ও হ্যাকারা।
এরমধ্যে একজন বিশেষজ্ঞকেই দেড় লাখ মার্কিন ডলার পুরস্কৃত করেছে গুগল।

গুগলের সিকিউরিটি ইঞ্জিনিয়ার এডুয়ার্ডো ভিলা নাভা জানিয়েছেন, টেক জায়ান্টটির একটি গুরুতর ত্রুটি খুজে বের করেন ওই ব্যক্তি। এছাড়াও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ওই ব্যাক্তিকে গুগলের প্রজেক্ট জিরোতে ইন্টার্নশীপ করার সুযোগ দেওয়া হচ্ছে বলেও জানান ভিলা নাভা।

২০১০ থেকে গুগলের সাইটে সাইবার নিরাপত্তা ত্রুটি খুঁজে দেওয়ার জন্য সিকিউরিটি রিওয়ার্ডস প্রোগ্রামের আওতায় অর্থ পুরস্কার দিয়ে আসছে টেক জায়ান্টটি।
গুগলের পক্ষ থেকে বলা হয়েছে এই প্রোগ্রামের আওতায় এখনো পর্যন্ত চার মিলিয়ন মার্কিন ডলার ব্যায় করেছে। 

 

 

আপনার মন্তব্য

আলোচিত