
০৮ ফেব্রুয়ারি , ২০১৫ ১৪:৪০
দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটরগুলো আশঙ্কা করছে, তাদের স্থাপনাগুলোতে নাশকতা চালানো হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে একটি সাইবার হামালার হুমকির কারণে মোবাইল অপারেটররা এ আশঙ্কা করছে।
৩ ফেব্রুয়ারি 'জেড ফোর্স আন্দোলন সেল' নামক একটি সংগঠন নিজেদের রাজনৈতিক দল দাবি করে সব মোবাইল ফোনের টাওয়ার এবং সারাদেশের কেবল সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছে। ওই সংগঠনটি তাদের ফেসবুক পেইজে বলেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের যাবতীয় সুবিধা ফিরিয়ে না দেওয়া হয় তাহলে তারা হামলা চালাবে।
স্ট্যাটাসে বলা হয়েছে, 'এটা আমাদের এক কেন্দ্রীয় নেতার বিবৃতি'।
আপনার মন্তব্য