সিলেটটুডে ডেস্ক

২৫ আগস্ট, ২০১৯ ১৯:৪৭

২০২০ সালে ৫জি ফোন আনতে যাচ্ছে নোকিয়া

মোবাইল ফোনে ইন্টারনেট টেকনোলজি ৪জি'র পর এবার ৫জি নিয়ে মাতামাতি সারাবিশ্বে। কি কি সুবিধা থাকবে ৫জ ফোন? এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। এরই মাঝে নোকিয়া আবার ঘোষণা দিয়েছে ৫জি ফোনের।

সাধ্যের মধ্যে গ্রাহকদের জন্য নিয়ে আসছে তারা ৫জি ফোন। সে জন্য গ্রাহকদের অপেক্ষা করতে হবে ২০২০ সাল পর্যন্ত।

বর্তমান মার্কেটে ৫জি ফোন অত্যন্ত ব্যয়বহুল। শুধুমাত্র উচ্চমূল্যের ফোনগুলোতেই দেখা যায় ৫জি ফিচারটি।

নোকিয়ার অন্যান্য ফোন নির্মাতা প্রতিষ্ঠানও চেষ্টা চালিয়ে যাচ্ছে সস্তায় গ্রাহকদের ৫জি ফোন দেয়ার জন্য। এই তালিকায় আছে হুয়াওয়ে, শাওমি, অপো, ভিভোর মত জায়েন্ট প্রতিষ্ঠানগুলো।

এ প্রতিযোগিতায় কে হবে বিজয়ী? তা দেখার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে গ্রাহকদের।

আপনার মন্তব্য

আলোচিত