সিলেটটুডে ডেস্ক

২৯ নভেম্বর, ২০১৫ ১৭:৪২

‘লিঙ্গ সাম্য ইসলাম বিরোধী, মেয়েরা শুধু সন্তান জন্মের জন্যই’

লিঙ্গ সাম্য ইসলাম বিরোধী, মেয়েরা কখনই পুরুষদের সমকক্ষ হতে পারে না। শনিবার এই বিতর্কিত মন্তব্যই করলেন ভারতের ইসলামী নেতা কান্থাপুরম এপি আবুবকর মুসলিয়র। তাঁর কথায় ‘মেয়েরা শুধু মাত্র সন্তানের জন্ম দেওয়ার জন্যই উপযুক্ত’। সূত্র: আনন্দবাজার

অল ইন্ডিয়া সুন্নি জামিয়াথুল উলামার প্রধান মুসলিয়রের মতে বিশ্বকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা বা মানসিক জোর কোনটাই মেয়েদের নেই।
‘‘একমাত্র পুরুষরাই এই জগতকে পরিচালনা করতে পারে। বাস্তবে লিঙ্গ সাম্যতা অসম্ভব। সাম্যতার অনায্য দাবি ইসলামের সঙ্গে সঙ্গে মানবতারও বিরোধী।’’ মন্তব্য মুসলিয়রের।

কোঝিকোড়ে মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের একটি ক্যাম্পে বক্তব্য রাখার সময় তিনি বলেন ‘‘মেয়েরা কখনই পুরুষদের সমকক্ষ হতে পারে না। একমাত্র সন্তানের জন্ম দেওয়ার জন্যই ওরা উপযুক্ত। জটিল পরিস্থিতি সামাল দেওয়ার কোনও ক্ষমতাই মেয়েদের নেই।’’

আপনার মন্তব্য

আলোচিত